ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঁচা মরার ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ২২:৩৫

বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাঁচা মরার ম্যাচে শুক্রবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জিতলে সিরিজে টিকে থাকার পাশাপাশি, সিরিজে সমতা ফেরানোর সুযোগ স্বাগতিকদের সামনে। অন্যদিকে হারলেই এক ম্যাচ হাতে রেখে খোয়াতে হবে সিরিজ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। একাদশে আসেনি কোন পরিবর্তন। 

প্রথম ওয়ানডেতে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে বোলারদের দারুণ প্রচেষ্টাও গিয়েছিল বিফলে। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩ উইকেটে জয়ে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসেনি কোন পরিবর্তন। তবে, সফরকারী শিবিরে এসেছে একাধিক পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন জফরা আর্চার ও ক্রিস ওকস। তাদের পরিবর্তে দলে ফিরেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।