ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে ফিরতে বিজয়ের টার্গেট ডিপিএল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০৪:৩১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালামু আলাইকুম....

নিউজ ডেস্কঃ ২০২২ সালের ডিপিএল স্বপ্নের মত কাটিয়েছিল এনামুল হক বিজয়। এক আসরে টম মুডি ও জিমি কুককে ছাড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন তিনি। ১৫ ম্যাচে ৩ শতক ও ৯ অর্ধশতকে করেছিলেন ১১৩৯ রান। ৮১.২৮ গড়ের পাশাপাশি চোখ ধাঁধানো প্রায় ৯৯ স্ট্রাইক রেটে খেলা বিজয়ের জাতীয় দলের দরজা খুলেছিল।

 

জাতীয় দলে ফিরলেও থিতু হতে পারেননি বিজয়। উত্থান-পতনে আবারও দলের বাইরে এই ওপেনার। জাতীয় দলে ফিরতে আসন্ন ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ (ডিপিএল) কাজে লাগাতে চান তিনি। এবারের ডিপিএলে খেলবেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হয়ে।

 

ডিপিএল ও জাতীয় দল নিয়ে বিজয় বলেন, ‘সামনে তো আমাদের বিশ্বকাপ আছে। বিশ্বকাপের কথা চিন্তা করে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে যে ওয়ানডে সংস্করণের যে খেলা আছে সেগুলোতে অবশ্যই চেষ্টা করা, মন দিয়ে খেলা। কারণ অবশ্যই বিশ্বকাপ আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমার মাথায় আছে চেষ্টা করবো বিশ্বকাপে যেন ভালো ফলাফল করতে পারি আমরা সবাই। দারুণ হবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। আমাদের আবাহনীর হয়ে যদি ভালো পারফরম্যান্স করতে থাকি ধারাবাহিকভাবে আশা করি এটা জাতীয় দলে কাজে লাগবে।’

 

আবাহনীতে খেলা নিয়ে উচ্ছ্বসিত বিজয় বলেন, ‘ক্লাব ক্রিকেটে আবাহনী তো সবসময় দারুণ নাম, যেটার ঐতিহ্য আছে অনেকদিন ধরেই এবং এরকম দলে খেলতে পারাটা আনন্দের, রোমাঞ্চকর, চ্যালেঞ্জিংও বটে। আশা করছি যে দারুণ একটা টুর্নামেন্ট যাবে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের মাঝে প্রত্যাশার চাপ থাকেই এবং এটাই হয়ে আসছে। যারা উপরে ব্যাটিং করে, ভালো দলে খেলে, চ্যাম্পিয়ন দল করে, তাদের সবসময় চ্যাম্পিয়ন রেসে থাকতেই হয় এবং ওইটা চিন্তা করেই তারা দল গড়ে। যারা খেলে ওই দলে তাদেরও ওই চিন্তা থাকে। আমি মনে করি আমারও চিন্তা আলাদা না। চেষ্টা করবো তাদের ওই চিন্তার সঙ্গে মিলে দারুণ পারফর্ম করা।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।