ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেউ চোখের আড়াল হবে না, নাসির প্রসঙ্গে নান্নু

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০৩:১৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালামু আলাইকুম...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলে ফিনিশার ভূমিকায় খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়। তবে খালি চোখে বলা যায় সবচেয়ে সফল ছিলেন নাসির হোসেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও বোলিংয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা। যদিও সেসব এখন অতীত। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে তিনি। তবে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও আলোচনায় নাসির।

বিপিএলে ব্যাট হাতে ১২ ম্যাচে ৩৬৬ রান ও বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। অনেকেই আশা করেছিল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হবে এই অলরাউন্ডারকে। যদিও সুযোগ হয়নি ১৬ সদস্যের দলে। নাসিরের সুযোগ না পাওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত দল নিয়ে সংবাদমাধ্যমে আলোচনাকালে নান্নু বলেন, ‘কিছু খেলোয়াড়কে বিবেচনা করা হয়নি প্লেসমেন্টের কারণে। মিডল অর্ডারের ব্যাটসম্যান বা নিচে যারা আছে এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল টিম এই দলটিকে তৈরি করেছে। সেখানে দুর্ভাগ্যজনকভাবে নাসির সুযোগ পায়নি। সে বিপিএলে ভালো করেছে, সামনে অনেক খেলা আছে। এইভাবে পারফর্ম করলে অবশ্যই সুযোগ হবে। কেউ চোখের আড়াল হবে না।’

নান্নু যোগ করেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় যারা এগিয়ে, তাদের নিয়ে এই সিরিজটি শুরু করতে যাচ্ছি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।