ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

ভিন্ন কন্ডিশনে শেখার ব্যাপারটা দারুণ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ২২:০৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালমু আলাইকুম...

নট আউট ডেস্কঃ ম্যাচ জয়ে কিংবা প্রতিপক্ষের উপর প্রভার বিস্তার করতে কন্ডিশন অনেক বড় ভূমিকার রাখে। ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে খুব সহজে জিততে পারেনি দলটি। এক ডেভিড মালানের কাছেই বাংলাদেশ হেরেছে, এমন শিরোনাম ব্যবহার করলেও ভুল হবে না। কেননা ইংলিশ ব্যাটাররা যখন যাওয়া-আসার মিছিলে তখন হাল ধরেছিল মালান। শেষ পর্যন্ত উইকেটে থেকে করেছেন শতক। বাংলাদেশের কন্ডিশনের সাথে অধিক পরিচিত হওয়ায় সাফল্য পেয়েছেন তা মালান নিজেও ভালোভাবে জানেন।

প্রথম ম্যাচের ম্যাচ সেরা কথা বলেছেন আলাদা কন্ডিশন নিয়ে। মালান বলেন, ‘যত আপনি আলাদা কন্ডিশনে খেলবেন, তত খেলায় উন্নতি হবে। আপনি অতীতে সফল হোন অথবা না, ভিন্ন কন্ডিশনে শেখার ব্যাপারটা দারুণ। আমার এখানে কিছু অভিজ্ঞতা রয়েছে। এটা শুরুতে খুব সহজ উইকেট না। এখানে আসলে কঠিন সময় পার করার মেথডে বিশ্বাস রাখার ব্যাপার। যা শেষে গিয়ে কাজে লাগে। ’

স্বল্প সংগ্রহ নিয়েও বল হাতে বাংলাদেশ লড়াই করেছে। তবে আরও কিছু রান করতে হতো স্বাগতিকদের। অধিনায়ক তামিম ইকবাল ,ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর মত প্রতিপক্ষ মালানও তেমনটাই বিশ্বাস করেন।

মালান বলেন, ‘বাংলাদেশকে ২০৯ রানে আটকে রাখা সাহায্য করেছে। রানটা ২৫০-৬০ হলে আলাদা হতো, আমাদের তাদের বোলারদের বিপক্ষে আরও কঠোর হতে হতো। তাদের বোলিং খুবই ভালো। তারা সঠিক সময়ে উইকেট নিয়ে আমাদের পেছনে ফেলে দিয়েছে। আমরা জুটি করার ও পথ পাড়ি দেওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। ’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অ্যালেক্স হেলস বলেছিলেন, যত বেশি বাইরের লিগ খেলা যাবে তত বেশি ভালো করার সুযোগ রয়েছে। কেননা এতে করে বিভিন্ন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়া যায়।

চ্যাম্পিয়ন খেলোয়াড়দের মানসিকতা পরিষ্কার। উন্নতি করতে বাইরে খেলার বিকল্প নেই। বাংলাদেশের বিপিএল সহ ঘরোয়া লিগে সুযোগ পেলেই নিজেকে যুক্ত রাখেন মালান। ২০১৩ সাল শুরু করে এখন পর্যন্ত সুযোগ পেলে বাংলাদেশ না বলেন না তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।