ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

একাদশে বাঁহাতির আধিক্য, যে রেকর্ড শুধুমাত্র বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৫:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ইংল্যান্ড। টসে জিতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। একাদশ প্রকাশের পর নতুন রেকর্ড যুক্ত হয়েছে টিম টাইগার্সের নামের পাশে। ম্যাচে ১১ জনের ৭ জন ক্রিকেটার ছিলেন যারা ব্যাটিংয়ে বাঁহাতি। 

বাঁহাতি সাতজন হলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হসান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়ানডেতে এক দলে কখনো এত বাঁহাতি রাখেনি কোন দল। তবে বাংলাদেশের জন্য এই রেকর্ড নতুন নয়। অতীতে আরও ৬ বার হয়েছে এমনটি। 

একাদশে ৭ বাঁহাতি ব্যাটার নিয়ে সর্বপ্রথম বাংলাদেশ খেলেছিল ২০০৮ সালে। তখন ছিলেন, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, মোশাররফ হোসেন রুবেল, আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেল

২০১১ সালে এই রেকর্ডে ছিলেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান। ব্যাট করেননি তবে তারপর লাইনআপে ছিলেন আরও দুই বাঁহাতি আব্দুর রাজ্জাক আর সোহরাওয়ার্দী শুভ। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে টপ অর্ডারের ৫ জনই ছিলেন বাঁহাতি। 

২০২১ সালে এমন ঘটনা ঘটেছে দুইবার। প্রথমবার উইন্ডিজের বিপক্ষে ছিলেন,তামিম, শান্ত, সাকিব, সৌম্য, সাইফউদ্দিন, মোস্তাফিজ ও তাসকিন। 

বছরের দ্বিতীয়বার শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন, তামিম, নাইম শেখ, সাকিব, আফিফ, তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ

ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম কোঠা পূর্ণের আগে ২০২২ সালে দলে ছিলেন,তামিম, শান্ত, আফিফ, তাসকিন, নাসুম, শরিফুল ও মোস্তাফিজ। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।