ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাইরে টিকেটের হাহাকার, তবুও গ্যালারি শূন্য মিরপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৩:২৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালামু আলাইকুম।

নিজস্ব প্রতিবেদকঃ ক্রিকেট! এই এক শব্দ একত্রিত করতে যথেষ্ট পুরো বাঙালি জাতিকে। না সাকিব-তামিমরা বিশ্বকাপ এখনও জিতেনি। তাদের সম্পর্ক কতটা উন্নতি হয়েছে সেটিও বিষয় না। শান্তকে লর্ড কিংবা মুশফিককে নিয়ে যতই সমালোচনা হউক সেটিও বাইরের বিষয়। মূল বিষয় হচ্ছে খেলা হলেই মানুষের সব মনোযোগ টিভি পর্দায় কিংবা স্টেডিয়ামে।

 

সাত বছর পর বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। ঘরের মাঠে ওয়ানডে সংস্করণে অপ্রতিরোধ্য বাংলাদেশ খেলবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। ফলে মানুষের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। বিসিবির দেওয়া মূল্যে টিকিট ক্রয়ের আগ্রহী দর্শকরা অধিকাংশ ফিরেছে খালি মাঠে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ দেখা যায় টিকিট ইস্যু নিয়ে। টিকিট কাউন্টার থেকে বলা হয় ইতোমধ্যে শেষ হয়েছে সব টিকিট। তবে বাইরে দেখা যায় দায়িত্বের বাইরে থেকে চড়া দামে টিকিট বিক্রি করছে কেউ কেউ। পরিবেশ কতটা ঘোলাটে তার দেখা যাবে মিরপুর গ্যালারির দিকে তালাকে। ম্যাচ দিনে ফাঁকা গ্যালারির অনেকটা অংশ।

 

বাংলাদেশের স্টেডিয়ামে টিকিট কালোবাজারি নতুন কিছু নয়। তবে এরকম চলতে থাকলে জায়গা কমাতে হবে স্টেডিয়ামের। কেননা ফাঁকা গ্যালারি দেখতে কখনোই সুন্দর না।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।