ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিম দ্বন্দ্ব নিজ চোখে দেখেননি পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৫

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ দিন দুয়েক আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন বিসিবি নাজমুল হাসান পাপন। সাক্ষাৎকারে তামিম-সাকিবের মাঝে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনে রীতিমতো আলোচনার জন্ম দেন তিনি। তবে, সেই সাক্ষাৎকারের দুই দিন না পেরোতেই উল্টো মোড় নিলেন বিসিবি সভাপতি। তার ভাষ্যমতে, ‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি।’ 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে টিম হোটেলে তামিমদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পাপন। তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শুনেছেন উল্লেখ করে পাপন বলেন, ‘সবচেয়ে বেশি আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে। মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।’

আমি ওদের ডেকে বলেছি, ওদের সঙ্গে বলেছি কোনো সমস্যা আছে কী না? ওরা দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনো প্রভাব পড়বে না। যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমিও সাক্ষাৎকারে সেটা বলেছি, তামিমও বলেছে।’ যোগ করে আরও বলেন তিনি।

এদিকে ক্রিকবাজের ওই সাক্ষাৎকারে বিসিবি বস এটাও বলেছিলেন, ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই। এদিন সেটার দায়ও মিডিয়ার উপর দিয়েছেন বিসিবি বস। তিনি বলেছেন, ‘জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না, তামিম আর সাকিবের সম্পর্ক ভালো না, এটা বাইরে থেকে শোনা। এসব টা মিডিয়া থেকে পাওয়া খবর। আজ থেকে তিন বছর আগেও আমি কোন সমস্যা দেখিনি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপেও কোনো সমস্যা চোখে পড়েনি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।