ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব-তামিম দ্বন্দ্বে অসহায় পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪০

সাকিব তামিমের সম্পর্কটা আগের মতো আর নেই। ফাইল ছবি সাকিব তামিমের সম্পর্কটা আগের মতো আর নেই। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জাতীয় দলের আসার আগেই সাকিব-তামিমের বন্ধুত্বটা হয়েছিল গাঢ়। একসাথে অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-১৮, ১৯ একসাথেই পেরিয়েছে অনেকটা সময়। এরপর সেই বন্ধুত্ব শৈশব, কৈশোর পেরিয়ে এখন গিয়ে ঠেকেছে তারুণ্যে। তবে, দীর্ঘদিন আগেই সেই মধুর সম্পর্কে ধরেছে ভাঙন। এতোদিন সেটা ওপেন সিক্রেট থাকলেও এবার রীতিমতো বোমা ফাটিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

সম্প্রতি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর নয়। চেষ্টা করেও ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ আনতে ব্যর্থ খোদ বিসিবি। 

ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘এটি একটি স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলি নিষ্পত্তি করা সহজ নয়।’

এটা আমার পর্যবেক্ষণ। তাদের উভয়কে একটি বার্তা দেয়া হয়েছে, আমরা জানি না আপনাদের মধ্যে কি চলছে, তবে আপনারা যে ম্যাচে বা সিরিজ খেলছেন, সেখানে এই সমস্যাগুলি সামনে আসতে পারে না। তারা দুজনেই আশ্বাস দিয়েছিলেন যে এটি খেলার সময় থাকবে না।’ যোগ করে বলেন

শুধু সাকিব-তামিমের সম্পর্কেই ফাটল নয়, দলে গ্রুপিং হয় বলে জানিয়েছেন পাপন। যা দেশের ক্রিকেটের জন্যই ক্ষতিকর, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি যা একটি বড় বাধা বলেও বলে মনে করেন পাপন। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং আমি কিছুদিন আগে এটি সম্পর্কে জানতে পেরেছি। বিশ্বকাপেও ওদের হোটেলে না থাকার পরও যা দেখেছি শুনেছি! বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব! সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হল গ্রুপিং করার সুযোগ নেই।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।