ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিপিএল ফাইনালে গাইবেন জেমস

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪৩

ছবিঃ ফাইল ফটো। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ দেখতে দেখতে শেষ হয়ে এলো এবারের বিপিএলের আসর। আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে চলতি আসরের। কুমিল্লা ভিক্টোরিয়ানস ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে। আগামীকাল ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে সিলেট ও রংপুর। 

আগামী বৃহস্পতিবার ফাইনালের আগে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি আতশবাজির প্রর্দশনও দেখা যাবে মিরপুরের গ্যালারিতে।

আজ সোমবার মিরপুর শেরে বাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 'বিপিএল ফাইনালের দিন কিছু বাড়তি আয়োজন তো থাকবেই। সেইসঙ্গে দেশের যে নামকরা ব্যান্ডগুলো আছে, তাদের মধ্য থেকে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্যে। এছাড়া ফায়ারওয়ার্কস, বিম শোর আয়োজন থাকবে।'

কার সঙ্গীত পরিবেশন করবেন- এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'বিশেষ করে জেমস, ওয়্যারফেইজ এবং মাকসুদ ভাই আছেন। উনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আশা করছি উনারাই পারফর্ম করবেন।' তবে বিদেশি সঙ্গীতশিল্পী আনার সম্ভাবনা নাকচ করে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'এটা এই মুহূর্তে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন বলে মনে হচ্ছে না। আমাদের যারা জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা আছেন, তাদের পারফরমেন্সটাই আমরা চাচ্ছি।'

 

নট আউট/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।