ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সভাপতিতে চোখ বিশ্বসেরার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩ ২১:২৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিপিএল শুরুর আগে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে এগিয়ে রেখেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগকে। একই সাথে বলেছিলেন বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে এক-দুই মাসের মাঝে বদলে দিবেন বিপিএলের চেহারা। 

সাকিবের এমন মন্তব্যের পর উত্তাল দেশের ক্রিকেট। বিসিবির পক্ষ্য থেকে জানানো হয়েছে সাকিব চাইলে সামনে বছর থেকেই দায়িত্ব পালন করতে পারবেন। 

গণামাধমের সঙ্গে মুখোমুখি হয়ে শেখ সোহেল বলেছিলেন, ‘সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক।’

বিসিবি প্রস্তাব করলেও প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে অনিহা রয়েছে বিশ্বসেরার। সাকিবের মতে সভাপতি হওয়াই ভালো।

রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে অভিজ্ঞ অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেয়া হলে নেবেন কিনা। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।