ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন বছর বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩ ২০:৫২

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সফলতা-ব্যর্থতা সংমিশ্রণে শেষ ২০২২। নতুন বছরকে নানাভাবেই স্বাগত জানাল পুরো দুনিয়া। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বিপিএল দিয়েই শুরু করতে যাচ্ছে নতুন বছরে নিজেদের ব্যস্ততা। দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এছাড়াও আইসিসির ফিউচার ট্যুর প্লানে এবছর বাংলাদেশ কমপক্ষে ১৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 

 

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ত সময়সূচি

বিপিএল

৩ ভেন্যুতে ৭ দলের অংশগ্রহনে ৬ জানুয়ারি শুরু হওয়া নবম আসরে ম্যাচ সংখ্যা ৪৬। যার ২৬টি অনুষ্ঠিত হবে মিরপুরে। ৪ কোটি টাকার প্রাইজমানির এই আসরের পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি। 

বাংলাদেশ বনাম ইংল্যান্ড (হোম সিরিজ)

দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। আগামী মার্চে প্রথমবার দুই দল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (হোম সিরিজ)

ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ আতিথেয়তা দিবে আয়ারল্যান্ডকে। আইরিশরা প্রায় ১৫ বছর পর পর বাংলাদেশ সফর করবে। এই সিরিজে এক টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে উভয় দল। 

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (অ্যাওয়ে সিরিজ)

বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে বাংলাদেশকে মোকাবেলা করতে প্রস্তুত হবে আইরিশরা। আগামী মে মাসে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড সফর করবে সাকিব-তামিমরা। এ সফরের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ।

বাংলাদেশ বনাম আফগানিস্তান (হোম সিরিজ)
আয়ারল্যান্ড থেকে ফিরেই বছরের মাঝামাঝি সময়ে জুন-জুলাইয়ে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

এশিয়া কাপ

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ চললেও সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে ১৬তম আসর। এবারে ওয়ানডে সংস্করণে হবে এশিয়া কাপ। 

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (হোম সিরিজ)
এশিয়া কাপের পরেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। তবে এই সিরিজে দুই ভাগে আসবে ব্ল্যাক ক্যাপসরা। সফরের প্রথম অংশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। এরপরই বিশ্বকাপে অংশ নেবে দুই দল।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর। একক দেশ হিসেবে এবার বিশ্বকাপ আয়োজন করবে ভারতীয়রা। এ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে টাইগাররা।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (হোম সিরিজ)ভারতে বিশ্বকাপ শেষে আবারো টাইগারদের মাটিতে পা রাখবে কিউইরা। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর হবে ম্যাচ দুটি।

 

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (অ্যাওয়ে সিরিজ)২০২৩ নিউজিল্যান্ড সফর দিয়ে শেষ করবে বাংলাদেশ৷ ডিসেম্বরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ৷

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।