দুই টেস্টেই বাকযুদ্ধ, সিরাজ বলছেন নাথিং সিরিয়াস!
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫

নট আউট ডেস্ক: ভারত-বাংলাদেশ দুই টেস্ট৷ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে শুরু করে শেরে বাংলা৷ দুই ভেন্যুতে বাকযুদ্ধ চলেছে লিটন দাস ও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের মধ্যে৷ অবশ্য বেশিরভাগ সময়ে প্রথম নামটি সিরাজ৷
টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের অনেকটা আবার এখানেই লুকিয়ে৷ ভালো ব্যাটারদের মনোসংযোগ কমিয়ে দেওয়ার জন্য বোলার কিংবা স্লিপে থাকা ফিল্ডাররা এমন করেই থাকে৷ লিটনের সাথে এই দ্বৈরথকে মাঠের বাইরে জোড়ালোভাবে নিচ্ছেন না স্বয়ং সিরাজ৷
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সিরাজ বলেন, ‘আরে না। পেসাররা অনেক সময়ই ব্যাটারদের সাথে একটু খুনসুঁটি করে। তাদের উত্তপ্ত করার চেষ্টা থাকে। এটা তেমনই এক ব্যাপার। নাথিং সিরিয়াস।’
ক্রিকেট মাঠে স্নায়ুযুদ্ধ চলাটাই স্বাভাবিক৷ তবে দিনশেষে সম্পর্কে ফাটল ধরার মত পরিস্থিতি খুব কমই তৈরী হয়৷ চট্টলায় লিটনের সঙ্গে বাকযুদ্ধের পর দীর্ঘ সময় তাসকিন আহমেদ এর সাথে কথা বলেছেন সিরাজ৷ ক্রিকেট সৌন্দর্য বুঝি এমনই৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: