ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে রইলো না সংশয়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০০:০৭

সাকিব আল হাসানের সঙ্গে ডোনাল্ড। ফাইল ছবি সাকিব আল হাসানের সঙ্গে ডোনাল্ড। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ কাঁধের চোটে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। যদিও শেষ পর্যন্ত সাকিব খেলেছেন চট্টগ্রাম টেস্ট।কিন্তু সেখানে সাকিব ছিলেন যেন পুরোদস্তুর একজন ব্যাটার।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে এক ডজন ওভার বোলিং করলেও, দ্বিতীয় ইনিংসে বল হাতেই নেয়নি টাইগার কাপ্তান। বোলিংয়ে সাকিব ফিট না থাকলেও, ব্যাট হাতে সাকিব দিয়েছিলেন সেটা পুষিয়ে। এরপরও পূর্ণ ফিট সাকিবকে ঢাকা টেস্টে পাওয়া নিয়ে ছিল সংশয়। 

শেষ পর্যন্ত সেই সংশয় আপাতত উড়িয়ে দিয়েছেন তাসকিন-এবাদতদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ঢাকা টেস্টে অলরাউন্ডার সাকিবকেই পাচ্ছে বাংলাদেশ, এমনটা নিশ্চিত করেছেন এই প্রোটিয়া কিংবদন্তি। আজ (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অ্যালান ডোনাল্ড সাকিবকে দিয়েছেন আশার খবর। 

অ্যালান ডোনাল্ড বলেছেন, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালে হালকা চোট পেয়েছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন‌্য উন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।