ঢাকা | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়ে দ্রাবিড়-কোহলির 'প্রশংসা' পেলেন জাকির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ০৫:১৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টেস্ট ইতিহাসের দ্বিতীয় ওপেনার হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জাকির হাসান। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে গড়েছেন এই কীর্তি । যদিও ইনিংস বড় করতে পারেনি জাকির তবুও প্রশংসা পেয়েছেন বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের। 

 

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাকির বলেছেন, 'উনি (বিরাট কোহলি) অভিনন্দন জানাচ্ছিলো, আমি ধন্যবাদ দিয়েছি আরকি।'

 

দিনের খেলা শেষে কিংবাদন্তি ভারতীয় ব্যাটার দ্রাবিড়কে হাত মেলাতে দেখা জাকিরের সঙ্গে। সেই সময়ের কথোপকথন খোলাসা করে এই বাংলাদেশের ওপেনার বলেন, 'স্যার (রাহুল দ্রাবিড়) বলেছেন যে খুব ভালো ব্যাটিং করেছি। অভিনন্দন জানিয়েছেন আরকি।'

বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে জাকির বলেন, 'অবশ্যই, এমন গ্রেট একজন প্লেয়ার (দ্রাবিড়) আর গ্রেট একজন কোচ এসে যদি অনুপ্রাণিত করে অবশ্যই খুব ভালো লাগে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।