ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টেস্টে হারের দারপ্রান্তে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ০৩:৩৪

জয়ের সুবাস পাচ্ছে ভারত। গেটি ইমেজ জয়ের সুবাস পাচ্ছে ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বিশাল হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। রেকর্ড ৫১৩ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরুর পরও, হারের মুখে থেকেই চর্তুথ দিন শেষ করেছে সাকিব-মিরাজরা। শেষ দিনে জিততে বাংলাদেশকে করতে হবে আরও ২৪১ রান। হাতে রয়েছে ৪ উইকেট। 

৪২ রান নিয়ে চর্তুথ দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ, দিন শেষ করেছে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে। বাংলাদেশের পক্ষে অভিষেক টেস্ট খেলতে নামা ওপেনার জাকির হাসান হাঁকিয়েছেন রেকর্ডগড়া সেঞ্চুরি। এছাড়া আরেক ওপেনার নাজমুল শান্ত করেন ৬৭ রান। দিন শেষ করার আগে অধিনায়ক সাকিব আল হাসান অপরাজিত আছেন ৪০ রানে। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল নেন ৩টি উইকেট। 

৩ উইকেটে ১৭৬ রান নিয়ে তৃতীয় সেশনে ব্যাট করতে নামা বাংলাদেশের হাল ধরেন ওপেনার জাকির হাসান ও মুশফিকুর রহিম। এই দু'জনের ব্যাটে ভর করেই দলীয় দুইশ পার করে বাংলাদেশ। এরপর দারুণ খেলতে থাকা জাকির, অক্ষর প্যাটেলকে সুইপ করে চার হাঁকিয়ে তুলে নেন অভিষেক টেস্টেই শতক। তাতেই রেকর্ড গড়ে ফেলেন এই ওপেনার। 

প্রথম বাংলাদেশী ওপেনার হিসেবে শতক হাঁকানোর একমাত্র কীর্তিটা এখন জাকিরেরই। অবশ্য সেঞ্চুরির পর'ই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে ১৩ চার ও ১ ছক্কায় ২২৪ বলে খেলেন ১০০ রানের ইনিংস। এরপর নেমেই আগ্রাসী ব্যাট করেন অধিনায়ক সাকিব।

এদিকে থিতু হয়েও ইনিংসটা লম্বা হয়নি মুশফিকুর রহিমের। অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ২৩ রানে। এরপর নুরুল হাসান সোহানও ধরেন মুশির পথ। তাতেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভারতের। শেষ বিকেলে মিরাজকে নিয়ে দলের হাল ধরেন সাকিব।

এই জুটিতে ভর করেই চর্তুথ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দিন শেষ করার আগে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৭২ রান, হারিয়েছে ৬ উইকেট। জিতলে হলে পঞ্চম দিনে চাই আরও ২৪১ রান। সাকিব ৪০ ও মিরাজ ৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন অক্ষর প্যাটেল। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।