ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতীয় দল আসার দিনে দেশে ফিরছেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২ ০১:৩৪

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল (১ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের। এদিকে একই দিনে দেশে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। আবু ধাবির চলমান টি-টেন লিগে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিয়েছেন এই টাইগার তারকা।

টি-টেন লিগে সাকিবের দলের সময়টা যাচ্ছে না খুব একটা ভালো৷ জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচেই পেতে হয়েছে হারের স্বাদ। তবে, গতরাতেই দুর্দান্ত জয়ে হারের বৃত্ত ভেঙেছে দলটি। যদিও বাংলা টাইগার্সের সঙ্গে আর থাকা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের। জাতীয় দলের খেলা থাকায় তাকে ছাড়তে হচ্ছে বাংলা টাইগার্সের তাবু। 

সব ঠিক থাকলে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবেন আগামীকাল। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছার কথা। এদিকে সাকিবের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে। যদিও লিটন-তাসকিনরা অনানুষ্ঠানিকভাবে ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।