ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

ভারতকে হারানোর কৌশল ঠিক করছেন মিরাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ ০২:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ফুটবলের টানে আসক্ত যখন বিশ্ব, তখন মিরাজরা প্রস্তুতি নিচ্ছে ভারত বধের। আগামী মাসের শুরুতেই ঢাকায় পা রাখবে রোহিত-কোহলিরা। ভারত সিরিজ ঘিরে বিসিবি আয়োজন করেছে ওয়ানডে সংস্করণে বিসিএল। বিসিএলের প্রথম দিনেই পাঁচ উইকেট পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

 

ম্যাচ শেষে ভারত সিরিজ নিয়ে মিরাজ বলেন, আমি যখন খেলি আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেই পছন্দ করি। যেহেতু সামনে ভারতের সাথে আন্তর্জাতিক ম্যাচ আছে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। যে ঘাটতিগুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করতে হবে। ম্যাচ শেষ হল, এরপর অনুশীলন করবো, কোচের সাথে কথা বলবো কোথায় কাজ করতে হবে। তাহলে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতি করতে পারবো।’

 

মিরাজ যোগ করেন,   ‘ওয়ানডে ক্রিকেটে ২৮০-৩০০ করতে হবে তবেই তো বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, মাশাল্লাহ। বড় ইভেন্টে ২৫০ আসলে নিরাপদ না। ২৭০-৮০ বা ৩০০ করতে হবে। এ জন্য অবশ্যই ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ নিতে হবে। ওপেনিং থেকে পাঁচ নম্বর পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাহলেই ২৮০-৩০০ করা সম্ভব।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।