ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৫০

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেল বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে এশিয়া কাপে পাওয়া হয়নি সফলতা। সেই ব্যর্থতার পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এই সফরে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের  মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস ।

২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। ৪ ডিসেম্বর ডানেডিনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে ৭ ডিসেম্বর কুইন্সটাউনে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।


১১ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডে। ১৪ ডিসেম্বর নেপিয়ারে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হবে নারী দলের। আগামী ২৪ ডিসেম্বর নিগার সুলতানার নেতৃত্বে দেশ ছাড়ার কথা আছে টাইগ্রেসদের। দুই সংস্করণের জন্য একই দল ঘোষণা করেছে বিসিবি।

 

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।