ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৮:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আগামী মাসের শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল৷ রোহিত- কোহলিদের আগে অবশ্য বাংলাদেশে আসবে দেশটির এ দল৷ আগামী ২৫ নভেম্বর তাদের বাংলাদেশ সফর শতভাগ নিশ্চিত বলা চলে৷

বাংলাদেশে পৌঁছে তিনদিনের অনুশীলন পর্ব শেষ করে ২৯ নভেম্বর বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ খেলবে৷ সফরের দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচটি হবে ৬ ডিসেম্বর৷ ৯ ডিসেম্বর নিজ ঘরে ফিরে যাবে ভারতীয় এ দল৷

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাতে জানানো হয়েছে এসব তথ্য৷ তবে টেস্ট ম্যাচ দুটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ-ভারত দ্বৈরথ শুরু হবে আগামী ৪ ডিসেম্বর৷ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল৷ এরপর ৭ ও ১০ ডিসেম্বর এই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।


ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ২২ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।