ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তিত হাবিবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ০২:০৭

মুস্তাফিজুর রহমান। ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের পেসারদের মধ্যে টি-২০ তে সবচেয়ে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। কিন্তু সম্প্রতি তার বোলিং দলের চাহিদা মেটাতে পারছে না। প্রত্যাশা পূরণ করতে না পারা এই বাঁহাতি পেসারের বোলিং উল্টো হতাশা ছড়াচ্ছে। কারণ বল হাতে প্রচুর খরুচে বোলিং করছেন মুস্তাফিজ।


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন কাটার মাস্টার। উইকেট পাননি। ডেথ ওভারে বোলিং নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সবার মাঝে। এমনকি জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, মুস্তাফিজের বোলিং তাদেরকে চিন্তায় ফেলেছে। তবে তিনি আশাবাদী দ্রুতই স্বরুপে ফিরবেন এই পেসার।


এছাড়া বিশ্বকাপ দলটাকে নিয়ে আলোচনা-সমালোচনা কমানোর কথা বলেছেন হাবিবুল। সবার প্রতি সাবেক এ অধিনায়কের আহ্বান হলো, বিশ্বকাপ দলটাকে যেন সবাই সমর্থন করেন।


মুস্তাফিজের বোলিং নিয়ে শনিবার হাবিবুল বলেছেন, ‘আমরা চিন্তিত বলতে পারেন, কিন্তু আমাদের বিশ্বাস আছে যখন মূল পর্বে যাবো আমরা ও সেরাটা দিতে পারবে।’


তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ আমাদের সিজনড প্লেয়ার। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। ওর সেরা ফর্মে থাকাটা কিন্তু আমাদের দলের পারফরম্যান্স বেশ ভালো নির্ভর করে। হ্যাঁ, বর্তমানে হয়তো ওর কাছ থেকে ওর সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না আমরা। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি, ও আমাদের অন্যতম সেরা বোলার এই টি-টোয়েন্টি ফরম্যাটে। ওর পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

 


বিশ্বকাপ দলে কোনো পরিবর্তনের ভাবনা নেই নির্বাচকদের। বাংলাদেশের বিশ্বকাপ দলটাকে সমর্থন করার আহ্বান জানিয়ে হাবিবুল শনিবার বলেছেন, ‘বিশ্বকাপ দল তো আমরা দিয়ে দিয়েছি। আমার মনে হয় না খুব বেশি চিন্তা-ভাবনা করার আছে। সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই দলটাকে সাপোর্ট দেয়া। এটা আমাদের বিশ্বকাপ দল। এই দলটাকে নিয়েই আমাদের বিশ্বকাপ খেলতে হবে। দলটাকে আমরা যত সাপোর্ট দিব, ততই দলটার ভালো খেলা সহজ হবে। যদি আমাদের মাঝে খুব বেশি সন্দেহ থাকে, তাহলে দিনশেষে দলের মাঝেও প্রভাব ফেলে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।