ঢাকা | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

সেরা দশে মুস্তাফিজ, তাইজুলের উন্নতি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০৫:৪১

মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম৷ ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের ভালো কাটেনি। বল হাতে খারাপ সময় কেটেছে মুস্তাফিজুর রহমানেরও। তবে সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো করেছেন মুস্তাফিজ। যার পুরস্কারও তিনি পেয়েছেন। আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের সেরা দশে ঢুকে পড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।


বুধবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে মুস্তাফিজের অবস্থান ১০ নম্বরে। এই অবস্থানে তার সঙ্গে যৌথভাবে রয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার।


মুস্তাফিজের রেটিং পয়েন্ট এখন ৬৪০। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে শেষ ওয়ানডেতে ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাতেই হয়েছে উন্নতি।


শেষ ম্যাচে ১৬ রানে ১ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজের অবশ্য অবনতি হয়েছে। ২ ধাপ পিছিয়ে মিরাজ এখন ৮ নম্বরে।


ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ১৬, তাসকিন ৪৩, তাইজুল ক্যারিয়ার সেরা ৫৩ নম্বরে রয়েছেন। ১৮ ধাপ এগিয়েছেন তাইজুল।


ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক আছেন ১৬ নম্বরে। এক ধাপ উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর, ৩৪ নম্বরে আছেন তিনি। শেষ ম্যাচে ৮৪ রান করা আফিফ হোসেন ৮৩তম স্থানে রয়েছেন।


দুই ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের রয়েছেন ২১ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ এবং জিম্বাবুয়ে সফর মিস করা সাকিব অবশ্য অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে এক নম্বরেই আছেন।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।