ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপদে দলের ত্রাতা, দ্রুত খেতাব দিতে চাচ্ছেন না তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ২১:৩১

তামিম ইকবাল ও আফিফ হোসেন৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল ও আফিফ হোসেন৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আফিফ হোসেন ধ্রুব বাংলার ক্রিকেটে হয়ে উঠেছেন নতুন সাইলেন্ট কিলার৷ দলের প্রয়োজন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সাবলীলভাবেই খেলে যাচ্ছন ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার৷ প্রতিভা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে দলে জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত৷ সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডেতেও হয়েছেন ম্যাচ সেরা৷

আফিফের গুণ আছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক তামিম ইকবাল৷ তবে এখনই আফিফকে কোন খেতাব দিতে চাচ্ছেন না তিনি৷

জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ শেষে তামিম বলেন, ‘তাকে (আফিফ) কোনো উপাধি না দেই, এখনই খেতাব দেওয়া তাড়াহুড়ো হয়ে যাবে। তার বিশেষ গুণ রয়েছে, যা খুব বেশি মানুষের নেই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ও যখন ব্যাটিংয়ে আসে তখন আমরা চাপে ছিলাম এবং সে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় এমন হবে- একই জিনিস করতে গিয়ে আউট হয়ে যাবে। এরপর আমরা বলবো এটা কী করল? আমি চাই না সে তার গুণ হারাক। যেভাবে সে ব্যাট করতে চায় করুক, এটা দারুণ। এখনও তার ক্যারিয়ারের শুরু। আশা করি দারুণ এক ক্যারিয়ার হবে তার।’

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচটি ছিল টাইগারদের ইতিহাসে ৪০০ তম ওয়ানডে ম্যাচ৷ সেই ম্যাচে বাংলাদেশের জয় ১০৫ রানে৷ ব্যাট হাতে ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷ ম্যাচে সেরার পুরস্কারও লাভ করেছেন আফিফ৷

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।