ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ জুন ২০২২ ০৪:৫১

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ পাহাড়ি ঢল, অব্যাহত বৃষ্টিপাতে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। ঘরবাড়ি, সড়ক ডুবে গেছে। মানুষের দুর্ভোগ, ভোগান্তি বেড়েছে বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের সংকটের কারণে। সিলেটের বন্যা কবলিত মানুষ ও ক্রিকেটারদের পরিবারের পাশে দাঁড়াবে বিসিবি। আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী পৌঁছে দিবে বিসিবি।

রোববার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার জন্য। এবং এটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কি কাজ করলে হয়তো বা তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি।’

সিলেট থেকে নির্বাচিত বিসিবির পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলকে দায়িত্ব দেয়া হয়েছে এ ব্যাপারে। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে আমরা পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি হয়তো কিছু একটা আপনারা দেখতে পারবেন।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে আশ্রয় কেন্দ্র বানানোর প্রস্তাব পায়নি বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এ ধরনের অনুরোধ আমাদের কাছে আসেনি। তারা যে সমস্ত স্থাপনাগুলো ব্যবহার করছেন আমরা যতটুক জানি সে সমস্ত জায়গায় খাদ্য সামগ্রী বা কিছু পৌঁছে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে।

বিসিবি সাধারণ মানুষের পাশাপাশি সিলেটের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর পরিকল্পনাই করছে। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা না, আমার ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।