অখেলোয়াড় সূলভ আচরণে শাস্তি পেলেন তাইজুল
প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৯:৪৮
নিউজ ডেস্ক: মাঠের খেলায় তাইজুল ইসলাম বরাবরই শান্ত স্বভাবের৷ অভিমান কিংবা রাগ যাই হোক তিনি সবকিছুই স্বাভাবিকভাবে নিয়ে থাকেন৷ তবে চলমান মিরপুর টেস্টে করে বসলেন মস্তবড় ভুল৷ নিজের ভুল বুঝতে পেলেও শাস্তি পেতে হয়েছে আইসিসির৷
মাঠে খেলোয়াড়ের দিকে অযৌক্তিক কারনে বল ছুড়ে মারার কারনে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে শাস্তি পেয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে আইসিসি ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে৷
আইসিসির তৈরি করা প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট স্টাফদের জন্য কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেছেন তাইজুল। যেখানে বলা আছে আন্তর্জাতিক ম্যাচে কোন খেলোয়াড়ের দিকে অযাচিত ভাবে বা ভয়ঙ্কর ভাবে বল ছোড়া যাবে না।
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ৬৯ তম ওভারে। নিজের বলে ফিল্ডিং করে তাইজুল ইসলাম স্ট্রাইকে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসের দিকে বল ছোড়েন। ম্যাথুস ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেবার চেষ্টা করছিলেন না। বল যেয়ে লাগে ম্যাথুসের গ্লাভসে।
এই ঘটনার জেরে তাইজুল ইসলামের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানার সাথে জুটেছে ১ ডিমেরিট পয়েন্টও। ২৪ মাস সময়ের মধ্যে এটি তাইজুলের প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা।
তাইজুল ইসলাম অভিযোগ স্বীকার করেছেন ও শাস্তি মেনে নিয়েছেন। যার ফলে কোন আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...
ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: