ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয়-সোহানদের সুযোগ দেয়ার পক্ষে মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৮:১১

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ জাতীয় দলে থাকলেও নুরুল হাসান সোহান একাদশে নিয়মিত নন। এনামুল হক বিজয় সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। বৃহস্পতিবার শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুজনই নজর কেড়েছেন সবার। দুর্দান্ত পারফরম্যান্সে লিগ মাতিয়েছেন তারা।

প্রাইম ব্যাংকের হয়ে ১৫ ইনিংসে ৮১.২৯ গড়ে তিনটি সেঞ্চুরি, নয়টি হাফ সেঞ্চুরিতে ১১৩৮ রান করেছেন বিজয়। আর চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৮ ইনিংসে ৯৬.৬০ গড়ে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪৮৩ রান করেছেন সোহান। 

বিজয় ২৯ ও সোহান ২৮ বছর বয়সী। মাশরাফি বিন মুর্তজার মতে, বিজয়- সোহানরা এখন বয়স, পারফরম্যান্স মিলে তাদের সেরা সময়ে আছেন। এখনই জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত তাদের। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে সাংবাদিকদের এমনটাই বলেছেন সাবেক এ অধিনায়ক। 

প্রিমিয়ার লিগের তরুণ পারফরমারদের নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়। ক্রিকেটে একটা বিষয় আছে বয়স। এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে, ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ এর একটা প্যাচ থাকে, এখন কিন্তু ওরা ঐ বয়সে রয়েছে। আমার মনে হয় ওরা ভালো করবে। কারণ ঐ যে বললাম, একটা বয়সের পর ঐ স্পিডটা (নাকি স্পিরিট) আর ওদের ভেতরে থাকবে না, যখন সুযোগ না পাবে।’

এখন সুযোগ না পেলে উৎসাহ হারাতে এসব তরুণরা। আজ মাশরাফি আরও বলেছেন, ‘একজন মানুষ যদি ১১শ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত।’

তামিম-লিটন দাসকে সরানো সম্ভব নয়, কারণ তারা প্রমাণিত পারফরমার। তারপরও বিজয়কে জাতীয় দলের সঙ্গে রাখার পক্ষে মাশরাফি। 

সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘লিটন-তামিমকে তো আপনি সরাইতে পারবেন না। তারা রিসেন্টলি পারফর্ম করে এসেছে। তাই বিজয়কে যদি আনেনও, ফার্স্ট এলেভেনে জায়গা কিন্তু নাই। টেস্টে জানি না কে ওপেন করবে, তবু জয় কিন্তু একশ করে আসছে। এখানে তামিম খেলবে। সো এখানেও কিন্তু কঠিন। তাই টি-টোয়েন্টি আমি উল্লেখ করেছি কারণ এই ফরম্যাটে এখনই বিজয়কে সেট করার সুযোগ আছে। এটা আমার মতামত। এমন না অন্যকেও মেনে নিতে হবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।