ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের দাবি মেনে নিয়েছে বিসিবি 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ২০:২১

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ছবি সংগৃহীত। আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ছবি সংগৃহীত।

শ্রীলংকা ক্রিকেট দলের দাবি অনুসারে ম্যাচের ভেন্যু পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে চার বছর পর আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলংকা ক্রিকেট দলের।

টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতি জোরদারে ১০ ও ১১ মে একটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে লংকান ক্রিকেট দল। তাদের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পরিবর্তে ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলার দাবি জানিয়েছে শ্রীলংকা। তাদের চাওয়া অনুসারে বিসিবি দুই দিনের প্রস্তুতি ম‍্যাচটি সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে আয়োজনের ব্যবস্থা করছে।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, প্রস্তুতি ম‍্যাচটি ওরা ঢাকাতেই খেলতে চায়। ওদের চাওয়া অনুযায়ী আমরা ম‍্যাচ বিকেএসপিতে নিয়ে এসেছি।

বিসিবির এই পরিচালক আরও বলেন, সিরিজের প্রস্তুতির জন‍্য বাংলাদেশ দল ৮ মে চট্টগ্রাম চলে যাবে। টাইগাররা সেখানেই অনুশীলন করবে।

আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আর ২৩ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।