ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজে অবশ্যই খেলবো: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০৩:১৬

ঢাকায় পা রেখে বিসিবিতে হাজির সাকিব। ছবি: ফেসবুক ঢাকায় পা রেখে বিসিবিতে হাজির সাকিব। ছবি: ফেসবুক

স্পেশাল করেসপন্ডেন্ট: বিসিবি নিশ্চিত করে বলতে পারছিল না সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খেলবেন কিনা। কিছুটা অনিশ্চয়তা ছিল বৈকি। যদিও বুধবার বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, কোনো সন্দেহ-অনিশ্চয়তা ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন সাকিব।

মিরপুর স্টেডিয়ামে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে সন্দেহ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে) । যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব।’

ঢাকা প্রিমিয়ার লিগে আগামীকালই লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলতে নামবেন সাকিব। ঢাকায় আসছেন, সুযোগও রয়েছে, তাই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেয়া। একদম এক ঘণ্টার মধ্যেই নেয়া। চিন্তা করলাম এবার যেহেতু সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলার পর থেকে ক্রিকেটের বাইরে সাকিব। ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতেই সুপার লিগে খেলবেন তিনি। আজ বলেছেন, ‘একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের বিরতি হয়ে গেল যে ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হলো। এজন্য সুযোগটা নেয়া।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।