ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীফুলের সার্জারি হবে সিঙ্গাপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ০৫:২৩

শরীফুল ইসলাম। ফাইল ছবি শরীফুল ইসলাম। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ গোড়ালির চোটের সঙ্গে শরীরে বিশেষ এক ব্যথা নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেছিলেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টের পরই দেশে ফিরেছেন তিনি। গোড়ালির চোট অনেকটাই সেরে গেছে গত কয়েকদিনের বিশ্রামে। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টেস্টে অনিশ্চিত এ তরুণ বাঁহাতি পেসার।

কারণ নন-স্পোর্টস মানে শরীরের বিশেষ অঙ্গে ব্যথায় ভুগছেন শরীফুল। এজন্য ছোটখাট সার্জারি করাতে হবে। সার্জারি করতে ২৫ বা ২৬ এপ্রিল সিঙ্গাপুরে যাবেন তিনি। 

শরীফুলের ইনজুরির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সোমবার এমনটাই বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মিরপুর স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘শরীফুলের দুইটা সমস্যা আছে, একটা স্পোর্টস রিলেটেড একটা নন স্পোর্টস রিলেটেড। স্পোর্টস রিলেটেড যে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে, সেই সমস্যাটা এখন অনেকটাই কেটে গেছে। ওর অ্যাঙ্কেলের ব্যথা পুরোটাই কেটে গেছে। তবে ওকে আমরা ডিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছি। যেন ওর পুনর্বাসন প্রক্রিয়াটা ভালো ভাবে সম্ভব নয় এজন্য। স্পোর্টস রিলেটেড যে ইনজুরির জন্য সে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল, সেটা নিয়ে কোনো শঙ্কা এই মুহূর্তে নেই।’

তরুণ এই ক্রিকেটার অবশ্য বিশেষ অঙ্গের ব্যথায় কাতর এখন। তাই খেলা থেকে দূরে থাকতে হচ্ছে। এ সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘কিন্তু একটা নন স্পোর্টস রিলেটেড ইনজুরি ওকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। যেটার একটা সার্জিক্যাল সলিউশন দরকার। ওর ছোট সার্জারিটা সম্পূর্ণ করে আমরা যদি তাড়াতাড়ি ফেরত আনতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবে। এই সার্জারিটা আমরা সিঙ্গাপুর করানোর চিন্তা ভাবনা করছি।’

সার্জারির পর দ্রুত সুস্থ হয়ে খেলায় ফেরার আশা করছেন শরীফুল। সোমবার বাঁহাতি এ পেসার বলেছেন, ‘২৫-২৬ এর (এপ্রিল) মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো। দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।