ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ; সময়সূচি চুড়ান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ১৫:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এছাড়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আছে। ওয়ানডে ম্যাচগুলো হবে কলম্বোর পি সারা ওভালে। আর কলম্বোরই আরেক ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

সোমবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখবে। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২ এবং ৪ মে। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালের ম্যাচটিতে টাইগ্রেসরা হেরেছিল।


আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডে সফরে তিন ম্যাচের সিরিজের দুটিই বৃষ্টিতে ভেস্তে যায়। অন্যটিতে হেরেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেবে। এর অংশ হিসেবে ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ আছে। ৯ মে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’