ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলবেন জাহানারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২২:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান। পরিকল্পনার অংশ হিসেবে চলমান পিএসএলে মাঝেই নারী ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড। তিনটি প্রদর্শনী ম্যাচ খেলতে আমন্ত্রণ পেয়েছেন অলরাউন্ডার জাহানারা আলম। পিসিবির এক বিজ্ঞপ্তিতে জাহানার আমন্ত্রণ পাওয়ার খবর জানা গেছে। 

তিনটি প্রদর্শনী ম্যাচ উপলক্ষে দুইটি দল ভাগ করা হয়েছে। যেখানে ৭ দেশের মোট ১০ বিদেশিকে রাখা হয়েছে। 

পিসিবি জানিয়েছে, ম্যাচ তিনটিতে ৭ দেশের শীর্ষস্থানীয় ১০ জন বিদেশি অংশ নেবেন। তাদের এই অংশগ্রহণকে পাকিস্তান উইমেন্স লিগের ছোট পদক্ষেপ হিসেবেই দেখছে পিসিবি। তিনটি প্রদর্শনী ম্যাচই অনুষ্ঠিত হবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠেয় পিএসএল ম্যাচের আগে বেলা ২ টায় শুরু নারীদের ম্যাচ। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দল দুটি। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’