নারী দিবসে পাকিস্তান মাতাতে যাচ্ছেন জাহানারা
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২২:২৬
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ গতকাল রাতে পর্দা উঠা নারীদের আইপিএলে ড্রাফটে থাকলেও দল পাননি বাংলাদেশের তারকা পেসার জাহানারা আলম। দল না পেলেও এই পেসারকে অবশ্য এবার থাকতে হচ্ছে না নিরাশ। পাকিস্তানে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উমেন্স লিগ এক্সিবিশনে দল পেয়েছেন জাহানারা।
গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী এই পেসার। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক নিদা দারের নেতৃত্বে থাকা দল সুপার উইমেনের হয়ে মাঠ মাতাবেন এই তারকা পেসার।
নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী ম্যাচে দুই দল মোট ৩টি ম্যাচ খেলবে। নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অভিপ্রায় থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের সেপ্টেম্বরে নারীদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পিসিবি। এর প্রস্তুতির অংশ হিসেবে চলমান পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) মধ্যে দুই দলের এই প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে তারা। দু’দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে।
-নট আউট/টিএ
স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...
হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি
আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’
আপনার মূল্যবান মতামত দিন: