ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০৭:১৩

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখে গত মাসেই (সেপ্টেম্বর) মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই নিয়ে টানা পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিগার-সালমারা। 

এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ (সোমবার) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। যেখানে বেশ কঠিন গ্রুপেই পড়েছে টাইগ্রেসরা। সেখানে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শক্তিশালী নিউজিল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। 

আগামী ১২ ফেব্রুয়ারিতে কেপ টাউনে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলার বাঘিনীদের লড়তে হবে অজিদের বিপক্ষে। আগামী ১৭ ও ২১ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সালমা-জাহানারারা। 

 

গ্রুপ ‘১’ গ্রুপ ‘২’
বাংলাদেশ  ইংল্যান্ড 
অস্ট্রেলিয়া ভারত
নিউজিল্যান্ড  পাকিস্তান 
দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ 
শ্রীলঙ্কা  আয়ারল্যান্ড

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’