ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১১০ ভাগ আশাবাদী নিগার

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:০০

দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। ছবি: বিসিবি দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততামুখর সময় কাটছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। আবুধাবিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ট্রফি জিতে মঙ্গলবার সকালে দেশে ফিরেছে টাইগ্রেসরা। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ নেই নারী ক্রিকেটারদের।

আগামীকাল সকালেই ঢাকা থেকে সিলেটে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। উপলক্ষ নারী এশিয়া কাপ। আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হবে টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দল।  

ঘরের মাঠে নারী এশিয়া কাপে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে আসায় দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। 

এবার টাইগ্রেসদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে। কারণ ২০১৮ সালে নারী এশিয়া কাপের শেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। মালয়েশিয়ার মাটিতে সেই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রুমানা আহমেদের দল।

এবার এশিয়া কাপের শিরোপা ধরে রাখার বিষয়ে ১১০ ভাগ আশাবাদী নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার তিনি বলেছেন, ‘১১০ পারসেন্ট অবশ্যই। কারণ নিজের মাটিতে খেলা এবং টিম ভালো শেপে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের মাঠে ঘরের শিরোপা যেন থাকে।’

টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল থাকলেও নিজেদেরকে এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে যারা এশিয়া কাপ খেলেছে। সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা নিজেদেরকে এগিয়ে রাখাই উচিত। যেহেতু আমরা ভালো একটা প্রস্তুতি পেয়েছি। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু কিছু হতে পারে না আমার মতে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি, যেটা হচ্ছে পুরো দলকে বুস্ট আপ করছে।’

নারী এশিয়া কাপ খেলতে চলতি মাসের শুরুতে বাংলাদেশে এসেছিল মালয়েশিয়া নারী দল। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজও খেলেছে তারা। আগামীকাল বুধবার টুর্নামেন্টের আরও চারটি দল সিলেটে পৌঁছে যাবে। বৃহস্পতিবার আসছে ভারতীয় নারী দল।

 

--নট আউট/এমজেএ/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’