ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২০:২২

বাংলাদেশ দল। ছবি সংগৃহীত বাংলাদেশ দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ১৪ রানে। 

 

আমিরাতের শেখ আবু জায়েস স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি খেলেন ৫৩ বলে ৫৭ রানের এক ইনিংস। 

 

১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১২৯ রান করে আয়ার‌ল্যান্ড। আইরিশ ব্যাটার এরিটা রিচার্ডসন ২৬ বলে ৪০ রান করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। তার রান আউটের পর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি দল। শেষ ৬ ব্যাটারের কেউ স্পর্শ করতে পারেনি দুই সংখ্যার ঘর। 

 

দলের পক্ষে তিনটা উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নাহিদা আর মেঘলার। ম্যাচ সেরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে যেন এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে একই মাঠে খেলতে নামবে জ্যোতি বাহিনী। পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর আরব আমিরাত নারী দলের বিপক্ষে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’