ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ফেয়ারব্রেক’ খেলতে দুবাইয়ে রুমানা-জাহানারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২২ ২১:০৪

জাহানারা আলম ও রুমানা আহমেদ। ফাইল ছবি জাহানারা আলম ও রুমানা আহমেদ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আজ (রোববার) থেকে দুবাইয়ে শুরু হতে যাচ্ছে ‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিবেন দুই টাইগ্রেস জাহানারা আলম ও রুমানা আহমেদ। ‘ফেয়ারব্রেক’ খেলতে তাই গতকাল (শনিবার) ঢাকা ছেড়ে গেছেন এই দুই নারী ক্রিকেটার। খেলবেন দু'জন দু'জনের প্রতিপক্ষ হিসেবে।

বিসিবি থেকে ছাড়পত্র পেয়ে গতকাল সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন জাহানারা-রুমানা। সামাজিক যোগাযোগমাধ্যমে একয়াতা পোস্টের মাধ্যমে সেই খবরটি নিশ্চিত করেছেন দুই ক্রিকেটারই।

আজ (১ মে)  থেকে শুরু হতে যাওয়া ‘ফেয়ারব্রেক’ টুর্নামেন্ট চলবে আগামী ১৫মে পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিবে মোট ছয়টি দল। বিশ্বের ৩০টি দেশের নারী ক্রিকেটার খেলবেন আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯টি। এই টুর্নামেন্টে জাহানারা টিম ফ্যালকনে এবং রুমানা খেলবেন বার্মি আর্মির হয়ে।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’