ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচেও হার, নারী বিশ্বকাপে সপ্তম বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ২১:১৬

ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে টাইগ্রেসরা। ফাইল ছবি ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে টাইগ্রেসরা। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: সাত ম্যাচের ছয়টিতেই হার। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ মিশনকে তারপরও ব্যর্থ বলা কঠিন। নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং কন্ডিশনে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপে একমাত্র জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে। তবে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলও সহজে পার পায়নি টাইগ্রেসদের সামনে।

রোববার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরে গেছে বাংলাদেশ নারী দল। ওয়েলিংটনে আজকের ম্যাচ দিয়েই শেষ হলো নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ মিশন। আট দলের টুর্নামেন্টে সপ্তম হয়েছে বাংলাদেশ। ১টি করে জয় থাকলেও রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ সপ্তম, পাকিস্তান অষ্টম।

ওয়েলিংটনে আজ আগে ব্যাট করে ইংল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তুলেছিল। সোফিয়া ইনিংস সর্বোচ্চ ৬৭, স্কাইবার ৪০, জোন্স ৩১, বমন্ট ৩৩, র্বান্ট অপরাজিত ২৪, সোফি অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ২টি, জাহানারা, রিতু মনি, ফাহিমা, লতা ১টি করে উইকেট পান।

জবাবে ৪৮ ওভারে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। লতা মন্ডল ৩০, শামীমা সুলতানা ২৩, শারমিন আক্তার সুপ্তা ২৩, নিগার সুলতানা ২২, ফারজানা হক পিংকি ১১, রিতু মনি ১১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সোফি, চার্লি ডিন ৩টি করে, ডেভিস ২টি ও নাইট ১টি উইকেট পান।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’