ডিপিএল চ্যাম্পিয়ন আবাহনী
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০১:২২
নট আউট ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী ক্রীড়াচক্র ও শেষ জামাল ধানমন্ডি ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে এক আসর বাদে আবারও চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।
শনিবার (১৩মে) মিরপুর শেরেবাংলায় শেখ জামালকে ৪ উইকেটে হারিয়েছে আকাশি-নীল জার্সির আবাহনী। গেল আসরে শেখ জামাল চ্যাম্পিয়ন হওয়ার আগের দুই আসরে চ্যাম্পিয়ন ছিল আবাহনী। শিরোপা পুনরুদ্ধার সহ সবমিলিয়ে ২২তম শিরোপা দলটির।
মিরপুরে শেখ জাামালের দেওয়া ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে ১৪৫ রান পায় আবাহনী। এনামুল ৭২ এবং নাঈম করেন ৬৮ রান। মাহমুদুল হাসান জয় ও জাকের আলী দ্রুত ফিরলেও পাঁচ নম্বরে নেমে অপরাজিত ৬০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় আফিফ হোসেন।
-নট আউট/এমআরএস
মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন
নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।
রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের
আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।
আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর
সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...
আপনার মূল্যবান মতামত দিন: