ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাদেরকে বিশ্বকাপে পাঠানোর স্বপ্ন আকরামের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ১৬:৪০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দেশের মাটিতে প্রথমবার শুরু হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টূর্ণামেন্ট। শনিবার ( ৬ মে) পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সাইটে শুরু হয়েছে ১০ দলের এই টূর্ণামেন্ট। আগামী ২-৩ বছরের মধ্যে বাংলাদেশের এই দলকে বিশ্বকাপে পাঠানোর পরিকল্পনাও করছেন বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির প্রধান আকরাম খান।


উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আকরাম বলেন, 'বিশ্বে কিন্তু বিশেষভাবে সক্ষম বলেন, ব্লাইন্ড ক্রিকেট বলেন বা হুইল চেয়ার বলেন, একটা কিন্তু টুর্নামেন্ট হয়। তো আমি একটা খুব ভালো সম্ভাবনা দেখছি যে বাংলাদেশেরও সম্ভাবনা আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার।


আকরমা আরও বলেন, আমরা স্রেফ শুরু করলাম। ওদেরকে পুরোপুরি সব সুবিধা দিতে পারছি না। তবে ২-১ বছরের মধ্যে এটা খুব ভালোভাবে সাজিয়ে ফেলব আমরা। এখন বিভিন্নভাবে কিন্তু দল যায়। তবে ২-১ বছরের মধ্যে এটা অর্গানাইজ করে "বাংলাদেশ দল" নামে যাবে, বিসিবির আন্ডারে যাবে। আমরা যদি এটায় সিরিয়াস থাকি তাহলে এরা কিন্তু অনেক সাফল্য আনবে। যে রকম আমরা নারী ক্রিকেটে এনেছে, জাতীয় দল এনেছে। এদেরও আমি আশা দেখছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...