ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুক্তিতে সম্পর্ক পাকাপোক্ত সাকিব-মোহামেডানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০১:৪৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের আগে গুঞ্জন উঠেছিল এবার আবাহনীর জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। তবে দিন কয়েক আগে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মোহামেডান কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিক চুক্তির মধ্যে দুই পক্ষের সম্পর্ক হয়েছে পাকাপোক্ত। 

শনিবার (০৪ মার্চ) ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। গেল আসরে মোহামেডানের সাথে চুক্তি করলেও এক ম্যাচও খেলা হয়নি বিশ্বসেরার। এবারও জাতীয় দলের ব্যস্ততা ঘিরে ম্যাচ খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 

সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও সুপার লিগে তাকে পেতে আশাবাদী মোহামেডান। সাকিবের আগে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদাররা।

এবারের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে অধিকাংশ ম্যাচ। বিকল্প ভেন্যু রাখা হয়েছে নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার, আব্দুল মজিদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...