ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগে শেষের শুরুতে আশরাফুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০১:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর খেলে প্রিমিয়ার লিগ থেকে অবসর নিবেন মোহাম্মদ আশরাফুল। আগামী আসরে দেখা যাবে না দেশের প্রথম সুপারস্টারকে। শনিবার (০৪ মার্চ) দেশের একটি ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেছেন তিনি।

 

ডিপিএল ছাড়াও আগামী মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটের কোন পর্যায়ে খেলবেন না আশরাফুল। এবারের ডিপিএলে সাকিবের সাথে মোহামেডানে খেলবেন তিনি।

 

নিজের পরিকল্পনা নিয়ে আশরাফুল বলেছেন, ‘এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই এই দলটার (মোহামেডান) সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালোমতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।’

 

প্রথম শ্রেণির ক্যারিয়ারে আশরাফুল খেলেছেন ১৮৩টি ম্যাচ। সেখানে ২১টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৬৩ গড়ে ৯ হাজার ১৯২ রান করেছেন তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...