ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুষারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছক্কা নাঈম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ২১:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ক্রিকেটে ক্যারিয়ারে একজন ব্যাটারের বড় স্বপ্ন শতক হাঁকিয়ে উদ্‌যাপন করা। এই উদ্‌যাপন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২ বার করেছেন তুষার ইমরান। যা এখন পর্যন্ত পারেনি স্বদেশী অন্য কেউ। তবে তার রেকর্ড থেকে হাত ছোঁয় দূরে রয়েছেন নাঈম ইসলাম। 

 

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুর্দান্ত ছন্দে রয়েছেন নাঈম। প্রথম ম্যাচের দুই ইনিংসে করেছেন সেঞ্চুরি। এই দুই শতক নিয়ে সেঞ্চুরির সংখ্যা বর্তমানে ৩১। অর্থাৎ আর একটি সেঞ্চুরি করলেই তুষারের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। 

 

বিসিএলের প্রথম ইনিংসে ৩০০ বলে ১০৭ রান করা নাঈম, দ্বিতীয় ইনিংসে খেলেছেন ২৪৯ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস। যদিও তার এমন ব্যাটিংয়ের পরেও ম্যাচটি ড্র হয়েছে। 

 

দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের রাডারে নেই নাঈম। ক্যারিয়ারের বাকি সময়ে লাল-সবুজ জার্সিতে প্রত্যাবর্তনের সুযোগ নেই খুব একটা। বয়স চলছে ৩৬। যদিও নিজেকে প্রমাণ করছেন সকল মঞ্চে। 

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...