ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

১৫ মার্চ শুরু হচ্ছে ডিপিএল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১১

মার্চে শুরু ডিপিএল। ফাইল ছবি মার্চে শুরু ডিপিএল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। আগামী মার্চ থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর, ঘরের মাটিতে আইরিশদেরও আতিথ্য দিবে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত এই সূচির মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর শুরু করার ঘোষণা দিয়েছে সিসিডিএম।

আজ (শনিবার) সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী গণমাধ্যমে বলেন, 'প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে যাচ্ছি। সে জন্য ক্লাবগুলোকে আমরা ডেকেছি। ক্লাবগুলোর সঙ্গে বসে, 'কবে শুরু করা হবে', 'কোথায় খেলা হবে' -এসব নিয়ে আলোচনা করা হয়েছে।'

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। ঠিক ওই সময়েই পর্দা উঠবে ডিপিএলের। আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন তাই মিরপুর ও বিকেএসপিতে আয়োজন করা হবে ডিপিএলের ম্যাচগুলো। তবে, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টটি হবে মিরপুরে। সেই সময় বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডিপিএলের ম্যাচ। 

এই প্রসঙ্গে সিসিডিএমের চেয়ারম্যান বলেন, 'ভেন্যু তো সাধারণত আমাদের মিরপুর, বিকেএসপি থাকে। যেহেতু মার্চে আমাদের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। আমরা খেলাটা শুরু করতে চেয়েছিলাম বিপিএল শেষ হওয়ার পরপরই। কিন্তু এখন আমাদের বিএসএল খেলার সূচি পড়ে গেছে। বিএসএলে অনেক প্লেয়ার ব্যস্ত থাকবে, যে কারণে ফেব্রুয়ারিতে শুরু করতে পারছি না।'

ডিপিএল শুরুর তারিখ ঘোষণা করে তিনি বলেন, 'আমরা আজ সিদ্ধান্ত নিলাম মার্চের ১৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশনটা শুরু করব। শুরুতে হয়ত দুই-তিনটা ম্যাচ শেরে বাংলায় পাবো। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। তখন আমরা বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়ামকে ব্যবহার করব।'

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...