ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘তিন’ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৭:৪৬

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ফাইল ছবি টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গতকাল নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারে কপাল পুড়েছে সাকিবদের৷ সেই সাথে ফাইনালে উঠার সম্ভবনাও ক্ষীণ হয়ে গেছে টাইগারদের। এমন সমীকরণ মাথায় নিয়েই, হ্যাগলি ওভালে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে এসেছে তিন পরিবর্তন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল আগেই। যা হওয়ার সেটাও হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ বিশ্রামে পাঠিয়েছে দলের তারকা দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। এছাড়া ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এই তিন জনের পরিবর্তে টাইগার একাদশে ফিরেছেন দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এছাড়া দীর্ঘ এক বছর পর দলে ফেরানো হয়েছে ওপেনার সৌম্য সরকারকে। অন্যদিকে ফাইনালে এক পা দিয়ে রাখা কিউইদের একাদশেও এসেছে তিনটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রামে থাকায় এই ম্যাচে কিউইদের নেতৃত্বে টিম সাউদি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...