কলকাতার কাছে চেন্নাইয়ের হার, জমে উঠেছে প্লে-অফের লড়াই
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ১৬:৩৬
নট আউট ডেস্কঃ জমে উঠেছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে-অফে উঠার লড়াই। রাউন্ড রবিন লিগের শেষ দিকে এসেও এখনও নিশ্চিত হয়নি কোন চারটি দল খেলবে শেষ চারে। রবিবার রাতে চেন্নাইকে হারিয়ে সেই লড়াই যেন আরেকটু জমিয়েই দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। যদিও আপাতদৃষ্টিতে শেষ চারে উঠার লড়াইয়ে সবার চাইতে পিছিয়ে আছে দলটি।
জিতলেই সবার আগে প্লে-অফের টিকিট নিশ্চিত। এমন ম্যাচেই ঘরের মাঠে আগে ব্যাট করে মাত্র ১৪৫ রানে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান এসেছে শিভাম দুবের ব্যাট থেকে। সেই রান তাড়া করতে নেমে রিংকু সিং ও নিতিশ রানার জোড়া হাফ সেঞ্চুরিতে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে কলকাতা, অন্যদিকে সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ধোনির চেন্নাই।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: