ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১

কেকেআরের হাতে ম্যাচটা তুলে দিয়েছি, রেগে আগুন কোহলি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:৪৩

২১ রানের জয় পেয়েছে কলকাতা। ছবি: আইপিএল ২১ রানের জয় পেয়েছে কলকাতা। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চিন্নাস্বামীতে গতরাতে কলকাতা নাইট রাইডার্সের রানের পাহাড় টপকাতে নেমে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কেকেআরের দুইশ রানের জবাবে দুর্দান্ত শুরুর পরও, মিডল অর্ডারের ব্যর্থতায় হার সঙ্গী হয়েছে আরসিবির। এমন হারে রেগে আগুন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। বিরক্ত হয়ে খোদ ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়েই তুলেছেন প্রশ্ন।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে ক্ষুব্ধ কোহলি বলেন, কেকেআর জিতেনি আমরাই তাদের ম্যাচ জিতিয়ে দিয়েছি। এমন খেলার পর আমাদের হারাই উচিত। এমনকি বোলারদের দেদারসে রান বিলানোতেও কোহলি হয়েছেন ক্ষুব্ধ। 

কোহলির ভাষ্যমতে, ‘সত্যি বলতে আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি। আমাদের হারাই উচিত ছিল, কেননা আমরা মাঠে যথেষ্ট পেশাদারিত্ব দেখাতে পারিনি। বোলিংয়ে উন্নতির জায়গা রয়েছে, তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। বেশ কিছু ক্যাচ ফেলেছি, যার ফলে ২৫-৩০ রান বাড়তি খরচ হয়। আজ আমরা মোটেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

 

'আমরা ওদের উইকেট দিয়ে এসেছি। উইকেট টেকিং বল নয়, তবু আমরা সোজা ফিল্ডারের হাতে মেরে বসেছি। নিজেদের ভুলে এভাবে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে এলে ম্যাচ তো হারতেই হবে।' যোগ করে বলেন কোহলি।

কোনভাবেই এই হারতে মান পারছেন না বিরাট কোহলি। তার দাবি, তাদের সামনে সুযোগ ছিল জয়ের। তার জন্য বড় পার্টনারশিপ করতে না পারাকেই করেছেন দায়ী। 

কোহলি আরও বলেন, 'পরপর উইকেট হারানোর পরেও একটা পার্টনারশিপই আমাদের ম্যাচ ফেরায়। আমি মনে করি যে, জয়ের জন্য আরও একটা পার্টনারশিপ দরকার ছিল আমাদের।'

উল্লেখ্য, চিন্নাস্বামীতে এদিন আগে ব্যাট করে ২০০ রানের পাহাড় গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক পর্যায়ে কলকাতার রানের পাহাড়ও সহজ মনে হচ্ছিল ব্যাঙ্গালুরুর জন্য৷ কিন্তু মিডল অর্ডার ধসে ২১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...