বৃথা গেল আইয়ারের সেঞ্চুরি, হেসেখেলে জিতল মুম্বাই
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০১:৫৪
নট আউট ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেও এখনও ম্যাচ খেলা হয়নি টাইগার তারকা ব্যাটার লিটন দাসের। রোববার দিনের প্রথম খেলায় মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল নাইটরা। এদিন ও উপেক্ষিত ছিলেন লিটন দাস। অবশ্য লিটনকে ছাড়া কলকাতা হার নিয়েই ছেড়েছে মাঠ।
ওয়াংখেড়েতে এদিন আগে ব্যাট করে ১৮৫ রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় শতকটা এসেছে নাইট তারকা ভেঙ্কাটেশ আইয়ারের ব্যাট থেকে৷ ৬ চার ও ৯ ছক্কায় এই তারকা ব্যাটার খেলেন ৫১ বলে ১০৪ রানের ইনিংস। বাকিদের মধ্যে আন্দ্রে রাসেল অপরাজিত থাকেন ২১ রান করে।
জবাব দিতে নেমে কলকাতার ১৮৫ রান হেসেখেলেই টপকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ঈশান কৃষানের ৫৮, সূর্যকুমার যাদবের ৪৩ ও তিলক ভার্মার ৩০ রানে ভর করে ৫ উইকেট ও ১৪ বল হাতে রেখে বড় জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে ৫ ম্যাচ খেলা কলকাতার এটা তৃতীয় হার।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: