ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

এক ওভারে সাত ছক্কা হাঁকালেন রুতুরাজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০২:০৯

রুতুরাজ গাইকোয়াদ। ফাইল ছবি রুতুরাজ গাইকোয়াদ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিজয় হাজারী ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় ব্যাটার রুতুরাজ গাইকোয়াদ। তবে আজ (সোমবার) বিজয় হাজারী ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি। উত্তরপ্রদেশের বিপক্ষে মহারাষ্ট্র এর হয়ে এদিন হাঁকিয়েছেন লিস্ট-এ ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। শুধু তাই নয়, এদিন ইনিংসের ৪৯তম ওভারে ছয় বলে হাঁকিয়েছেন সাত সাতটি ছক্কাও।

টসে জিতে এদিন আগে করে, নির্ধারিত ৫০ ওভারে মহারাষ্ট্র সংগ্রহ করে ৩৩০ রানের পাহাড়। দলটির হয়ে একাই তাণ্ডব চালান ওপেনার রুতুরাজ গাইকোয়াদ। ১০ চার ও ১৬ ছক্কায় ১৫৯ বলে খেলেন অপরাজিত ২২০ রানের ইনিংস তিনি। যেখানে এক ওভারেই হাঁকিয়েছেন সাত ছক্কা।

উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনার শিভা সিং এদিন করতে আসেন ইনিংসের ৪৯তম ওভারে। যেখানে ওভারের প্রথম চার বলেই রুতুরাজ হাঁকান ৪ ছক্কা। ওভারের পঞ্চম বলেই করে বসেন নো-বল, সে বলেও রুতুরাজ হাঁকান ছয়। শেষ পর্যন্ত সাত বলে ওভার শেষ করা শিভা খরচ করেন ৪৩ রান। যার মধ্যে রুতুরাজ নো-বল সহ সাত বলেই হাঁকান সাত ছক্কা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...