বৃথা গেল বুমরাহ'র বিধ্বংসী স্পেল
প্রকাশিত: ১০ মে ২০২২ ১২:২৬
নট আউট ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চলতি সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের তলানিতে গিয়ে ঠেকার পেছনে যে কজন ক্রিকেটারের অবদান সবচাইতে বেশি, তাদেরই একজন এই তারকা পেসার। ছন্নছাড়া বোলিংয়ে মুম্বাইকে দিয়েছেন ডুবিয়ে। অবশেষে জ্বলে উঠলেন বুমরাহ, করলেন ক্যারিয়ার সেরা বোলিংটাই। যদিও ততক্ষনে হয়ে গেছে অনেক দেরি, বেজেছে বিদায়ের ঘণ্টা।
বুমরাহ'র বিধ্বংসী বোলিংও অবশ্য হার এড়াতে পারেনি মুম্বাইয়ের। টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইতে বুমরাহ'র ১০ রানে ৫ উইকেট শিকারের দিনে আগে ব্যাট করে কলকাতা সংগ্রহ করে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে কলকাতার বোলারদের তোপে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় মুম্বাই। ৫২ রানের জয়ে পাঞ্জাব, চেন্নাইকে টপকে কলকাতা উঠে এসেছে টেবিলের সাতে।
কলকাতার দেওয়া ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। এরপর ছন্দে থাকা তিলক ভার্মাও ফিরেন দ্রুত। তৃতীয় উইকেটে রামানদ্বীপ সিংয়ের সঙে জুটি গড়েন ইশান কৃষান। তবে এই জুটি লম্বা হওয়ার আগেই আঘাত হানেন আন্দ্রে রাসেল। তুলে নেন রামানদ্বীপকে। বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে একাই লড়েন ইশান। তবে, পাননি কারো সঙ্গ।
ইশানের একার লড়াইয়ে অবশ্য ম্যাচ বের করে আনতে পারেনি মুম্বাই। তবে, হাফ সেঞ্চুরি আদায় করে নেন এই ব্যাটার। দলীয় একশ ও ব্যাক্তিগত ৫১ রানে ইশানের বিদায়ের পর, মুড়ি মুড়কির মতো ভেঙেছে মুম্বাইয়ের লোয়ার মিডল অর্ডার। শেষ ১৩ রানে ৫ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে, ৫২ রানের বড় জয় পায় কলকাতা। দলটির পক্ষে তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স, রাসেলের শিকার দুই উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে আসে ওপেনার ভেঙ্কাটেশ আইয়ার ও নিতিশ রানার ব্যাট থেকে। আজিঙ্কা রাহানে করেন ২৫ রান। এছাড়া রিংকু সিং করেন ২৩ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুম্বাইয়ের পক্ষে ১ মেইডেন সহ ১০ রানে ৫ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। কুমার কার্তিকেয়ার শিকার দুই উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: