রাসেল ঝড় সামলে, শ্বাসরুদ্ধকর জয় গুজরাটের
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ০৬:১৮
নট আউট ডেস্কঃ বোলিংয়ে এসেছিলেন ইনিংসের শেষ ওভারে, এসেই তুলে নিয়েছিলেন গুজরাটের চার ব্যাটারকে। ব্যাট হাতেও এসেছিলেন দল যখন মহা চাপে। নেমেই তুলেছেন ঝড়। দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। তবে শেষ অব্দি রাসেল পারেননি তরীটা ফেলতে, পারেনি ককলকাতা নাইট রাইডার্সও। শ্বাসরুদ্ধকর ম্যাচে গুজরাটের কাছে ৮ রানে হেরে ধরে রেখেছে হারের ধারাবাহিকতায়।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে টস জিতলে আগে বোলিং নেওয়াটাই হয়ে দাঁড়িয়েছিল অলিখিত নিয়মে। আগের ৩৪ ম্যাচের সবকটিতে টস জেতা অধিনায়ক নিয়েছিলেন বোলিং। তবে, মুম্বাইয়ে এদিন দেখা মিলেছে ভিন্ন চিত্রের। টস জিতে আগে ব্যাটিংটাই নিয়েছেন গুজরাট কাপ্তান হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতেও এদিন ঝড় তুলেছেন হার্দিক, করেছেন হাফ সেঞ্চুরি। তবে, হার্দিকের কাছে মার খেয়েই যেন শেষে হুশ ফিরে কলকাতার বোলারদের।
নিয়ন্ত্রিত বোলিংয়ে গুজরাটকে আটকে দেয় অল্পতেই। নির্ধারিত ২০ ওভারে দলটি সংগ্রহ করতে পারে ১৫৬ রান। জবাবে কম যায়নি গুজরাটের বোলাররাও। মোহাম্মদ শামিদের আগুনে বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি কলকাতা। দলীয় একশ পার করার আগেই দলটি হারায় ৬ উইকেট। শেষ দিকে রাসেলের ছক্কা বৃষ্টি অবশ্য ম্যাচে দিয়েছে বাড়তি রোমাঞ্চ। তবে, শেষ রক্ষা হয়নি ৪৮ রানে রাসেল ফিরলে! নিভে যায় কলকাতার আলো। ৮ রানের জয়ে টেবিলের শীর্ষস্থান আবারও উদ্ধার করলো রশিদ-হার্দিকদের গুজরাট টাইটান্স।
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই গুজরাটের পেসারদের তোপের মুখে পড়ে কলকাতা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার স্যাম বিলিংসের উইকেট হারায় দলটি। আরেক ওপেনার সুনীল নারিনও হাঁটেন একই পথে। এই দুই ওপেনারকেই ফেরান মোহাম্মদ শামি। এরপর লুকি ফার্গুসনের আগুনে পেসে পুড়ে সাজঘরের রাস্তা মাপেন নিতিশ রানাও। শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাক্তিগত ১২ রানে ফিরলে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন ভেঙ্কাটেশ আইয়ার ও রিংকু সিং। এই দু'জনের ব্যাটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে কলকাতা। তবে দলীয় একশ পার করার আগেই দু'জনে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় নাইটরা। তবে, শেষ ভরশা হয়ে রাসেল জ্বালান আশার মশাল। লড়েছেন নিজের সর্বোচ্চটা দিয়েই।
জয়ের জন্য শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ১৮ রান। আলজেরি জোসেফের প্রথম বলেই ছয় হাঁকিয়ে অবিশ্বাস্য কিছুরই ইঙ্গিত দেন রাসেল। তবে, পরের বলেই থার্ড ম্যানে ফার্গুসনের দুর্দান্ত ক্যাচ হয়ে রাসেল ফিরলে ম্যাচ থেকেই ছিটকে যায় কলকাতা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে নাইটদের ইনিংস। ফলে, দুর্দান্ত আইপিএল শুরু করা কলকাতা বরণ করে টানা চর্তুথ হার।
১ চার ও ৬ ছক্কায় ২৫ বলে ৪৮ রানের বৃথা ইনিংস খেলেন রাসেল। রিংকু সিং করেন ৩৫ রান। গুজরাটের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন রশিদ খান, মোহাম্মদ শামি ও ইয়াস দয়াল।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়া ডেভিড মিলার করেন ২৭ রান। ওপেনার ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ২৫ রান। কলকাতার পক্ষে চারটি উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। টিম সাউদির শিকার তিন উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: